2025 © Copyrights -amrskills
WordPress Freelancing Mastery: Build, Earn, Grow

About Course
কোনো প্রকার কোডিং knowledge ছাড়াই ওয়েবসাইট তৈরির সবচেয়ে জনপ্রিয় মাধ্যম WordPress! ফ্রিল্যান্সিং জগতের ডিমান্ডিং এই স্কিলটি হাতে-কলমে শেখার পাশাপাশি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে কাজ করা সম্পর্কে সবকিছু জানুন এই কোর্সের মাধ্যমে
কোডিং করে ওয়েবসাইট ডেভেলপ করা বেশ জটিল, সময়সাধ্য এবং ব্যয়বহুল। বর্তমান বিশ্বে সকল ছোট-বড় প্রতিষ্ঠানগুলোই এমন একটা ওয়েবসাইট তৈরির মাধ্যম খুঁজেন, যা তৈরি করা সহজ, ম্যানেজ ও মেইনটেইন করাও সহজ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। ২০২৩ সালে ফ্রিল্যান্স ওয়েবসাইট তৈরির গ্লোবাল মার্কেট সাইজ ছিলো ৪৩০ কোটি ডলার। প্রতি বছর এই ইন্ডাস্ট্রি গড়ে ২৩% হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে, ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি হয়েছে বিশ্বের মোট ৪৩% এর বেশি ওয়েবসাইট। এর কারণ ২টি, প্রথমত, এতে কোডিং করার ঝামেলা নেই এবং দ্বিতীয়ত, এটি কম খরচে এবং সহজে ম্যানেজ ও মেইনটেইন করা যায়। আমাদের এই কোর্সে একদম শূন্য থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের বেসিক টু এডভান্স বিষয়গুলো শেখানো হয়েছে।
এই কোর্সে আপনি বিস্তারিতভাবে ১০ রকমের ভিন্ন ওয়েবসাইট তৈরি করা শিখবেন, যা আপনাকে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করবে। যেমন-
– অনলাইন নিউজপেপার ওয়েবসাইট
– ব্লগ সাইট
– পোর্টফোলিও ওয়েবসাইট
– কোম্পানি ওয়েবসাইট
– Law-firm ওয়েবসাইট
– এজেন্সি ওয়েবসাইট
– রিয়েল এস্টেট ওয়েবসাইট
– রেস্টুরেন্ট ওয়েবসাইট
– ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট
– ই-কমার্স ওয়েবসাইট
শুধু তাই নয়, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শিখে ফ্রিল্যান্সিং করার বিস্তারিত গাইডলাইন শেখানো হয়েছে এই কোর্সে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন- ফাইভার ও আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করা, মার্কেটপ্লেস অনুযায়ী প্রোফাইল-গিগ-প্রোজেক্ট তৈরি করা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, কাজ পাওয়া এবং কাজ শেষ করে মার্কেটপ্লেস থেকে নিজের দেশীয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা ইত্যাদি সকল বিষয়গুলো বিস্তারিতভাবে শেখানো হয়েছে এই কোর্সে। ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা বিষয় যা শেখা সহজ, তেমন দামি কোনো ডিভাইসের প্রয়োজন নেই এবং এই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয়ও করা যায় বেশি। তাই ফ্রিল্যান্সিং করে আয় করতে চাইলে, ‘WordPress Freelancing Mastery: Build, Earn, Grow’ কোর্সটি আপনার জন্য সেরা সমাধান।
ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে আপনার প্রয়োজন একটি যে কোনো ধরনের কম্পিউটার ও ইন্টারনেট। আপনার লক্ষ্য যাই হউক না কেন, যথাযথভাবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখা, আপনার জন্য হতে পারে একটি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই, নিজের জীবনকে পরিবর্তন করতে, নিজের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে, এখনই সময় ও অর্থ সাশ্রয়ী সিদ্ধান্ত নিন এবং ‘ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে আপনার প্রয়োজন একটি যে কোনো ধরনের কম্পিউটার ও ইন্টারনেট। আপনার লক্ষ্য যাই হউক না কেন, যথাযথভাবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শেখা, আপনার জন্য হতে পারে একটি যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই, নিজের জীবনকে পরিবর্তন করতে, নিজের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে, এখনই সময় ও অর্থ সাশ্রয়ী সিদ্ধান্ত নিন এবং ‘WordPress দিয়ে Freelancing’ কোর্সে ভর্তি হোন।’ কোর্সে ভর্তি হোন।
Course Content
WordPress এর দুনিয়ায় স্বাগতম
-
WordPress এবং Freelancing জগত সম্পর্কে পরিচিতি
-
Website এর বেসিক: Browser, Web Interface, Domain, Hosting
-
WordPress সংক্রান্ত কাজের প্রয়োজনীয় Software Installation এবং কম্পিউটার সেটআপ প্রসেস